বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নে রাস্তার সলিং এর কাজে চেয়ারম্যান আব্দুল ওহাবের বিরুদ্ধে পুরাতন ইট ব্যবহারের অভিযোগ উঠেছে।
জানাযায়,প্রায় পঞ্চাশ বছর পূর্বের মসজিদ ভাংগার ইট সল্প মূল্যে ক্রয় করে ৩’শ ফিট রাস্তার সলিং এর কাজ করছে খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব।
১৭ জুলাই শনিবার সরেজমিনে খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের মধ্য পাড়ায় গিয়ে দেখা যায়, রাস্তার বাস্তব এমন চিত্র। উপরে চিকচিকে বালি আর নিছে নিম্ন মানের পুরাতন ইট দিয়ে লকচক্ষুর আড়ালে রাতের আঁধারে এহেন কাজ করেছেন চেয়ারম্যান ওহাব।পারভবানীপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রায় তিনশ ফিট রাস্তার সলিং এর কাজে একেবারেই নিম্ন মানের মসজিদের পুরাতন ইট ব্যবহার করা হয়েছে রাস্তাটিতে।
দেখা যায়, পারভবানীপুর মধ্য পাড়ার বহু বছর আগের পুরাতন জামে মসজিদটি পুনরায় নতুন ও উন্নত মানের মসজিদ করার লক্ষ্যে ভেঙ্গে ফেলতে শরু করে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে ভেঙ্গে ফেলা মসজিদের পুরাতন ইট খুবই সল্প মূল্যে ক্রয় করে রাস্তায় ইটের সলিং এর কাজে ব্যবহার করেন।
এই ঘটনার বিষয়ে জানার জন্য নাম প্রকাশে অনইচ্ছুক পারভবানীপুর গ্রামের একাধিক ব্যক্তির সাথে কথা হলে তারা জানাই ,আমাদের মসজিদের পুরাতন ৭ হাজার ইট ৬ হাজার ৫’শ টাকা দরে ক্রয় করে একেবারে নিম্নমানের রাস্তা করেছে চেয়ারম্যান।তারা আরও বলেন পুরাতন ইট দিয়ে রাস্তা করার থেকে না করায় ভাল ছিল, এ রাস্তা এমনিতেই নস্ট হয়ে যাবে।
এবিষয়ে কথা বলার জন্য, খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাবের ব্যবহিত ফোন নাম্বার ০১৭১৯-২৪১৪৩৫ ফোন দিলে তা রিসিভ করা হয়নি।