সিরাজগঞ্জের তাড়াশে ২টি ইউনিয়ন তালম ও দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়নের উদ্যোগে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল থেকে উপজেলার তালম ইউনিয়ন কার্যালয় চত্বরে ১ হাজার ৩শ ৭৫টি অসহায়,দুঃস্থ ও হত দরিদ্র পরিবারের মাঝে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্বাস-উজ-জামান এবং অপরদিকে দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার ১ হাজার ৩শ ৪০টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তালম ইউনিয়নে উপস্থিত ছিলেন ট্র্যাগ অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান,ইউপি সচিব আলা উদ্দিন,ইউপি সদস্য ইসহাক হোসেন,আবু তালেব ,হাসিনা খাতুন, রহমত আলী,মোস্তফা হোসেন, হাবিবুর রহমার হিরন,ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানাসহ অনেকে।
আবার দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়নে উপস্থিত ছিলেন ট্র্যাগ অফিসার উপজেলা একটি বাড়ি একটি খামার কর্মকর্তা মোতাখখার রহমান,ইউপি সচিব ফরিদুল ইসলাম ,ইউপি সদস্য কনিকা রানী সহ সকল সদস্য বৃন্দ। এ চাল বিতরণ অনুষ্ঠানে তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান ও দেশীগ্রাম গুড়পীপুল ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার বলেন,করোনা কালীন সময়ে সরকারী বিধি নিষেধ মেনে এ চাল বিতরণ করা হচ্ছে।