সিরাজগঞ্জ জেলা লেডিস ক্লাবের ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বীরঙ্গনা ও ক্রিড়াবিদদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) বিকেলে সার্কিট হাউজে উক্ত খাদ্য সহায়তা বিরতণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসকের সহধর্মিণী ও জেলা লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারহানা করিম।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফন নাহার, এনডিসি অনিন্দ গুহ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা ফারজানা সিদ্দিকা অপু, যুগ্ন-সম্পাদিকা ইদাত আরা বিউটি সহ জেলা প্রশাসন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলার অসচ্ছল ২৪ জন বীরাঙ্গনা ও ৩০জন মহিলা ক্রীড়াবিদদের মাঝে উক্ত ফুড প্যাকেজ বিরঙ্গনা ও মহিলা ক্রিড়াবিদদের হাতে তুলে দেওয়া হয়েছে।