মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে করোনায় আরোও ৩ জনের মৃত্যু,নতুন আক্রান্ত ৯৮।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ২৩৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

সিরাজগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন আক্রান্ত হয়েছেন আরোও ৯৮ জন। এদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন এবং সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ১জন মারা গেছেন।

মৃতরা হলেন, হলেন, বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামের ইসমাইল হোসেন (৬৯), রায়গঞ্জ উপজেলার আব্দুস সালামে এর স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) ও উল্লাপাড়া উপজেলার আব্দুর রহিম (৬২)।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫ জনে। রোববার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এসব তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে ২৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা সনাক্ত হয়েছে ৯৮ জনের।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়ালো ৭ হাজার ৪৫৭ জনে। নমুনা পরীক্ষার তূলণায় সনাক্তের হার ৩৪ দশমিক ৩৯ ভাগ। সুস্থ্য হয়েছেন মোট ৪ হাজার ৮৩৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর