সোমবার, ০৫ মে ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

বগুড়ার শেখেরকোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাংচুর মারপিটের অভিযোগ।

মোঃ গোলাম রাব্বানী শিপন, বিশেষ প্রতিনিধি / ১৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

বগুড়া সদরের মহিষবাথানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ভাংচুর,মারপিট ও লুটের ঘটনা ঘটেছে। এবিষয়ে বগুড়া সদর থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। আহতরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার সকালে সদর উপজেলাধীন শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান আকন্দপাড়ায় দুই শিশুর মাঝে ঝগড়া সৃষ্টি হলে তা দুই পরিবারের ঝগড়ায় রুপ নেয়। তবে সাময়িক মিমাংসা হলেও কিছুক্ষণ পর পরিকল্পিত হামলা হয়েছে বলে অভিযোগ করেন আব্দুল কাদের।

বগুড়ার সদর থানায় অভিযোগসুত্রে জানা যায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মহিষবাথান আকন্দপাড়ার আব্দুল ছাত্তারের ছেলে আব্দুল গোফ্ফার ও তার ছেলের সঙ্গীয় কয়েকজন সন্ত্রাসী নিয় হঠাৎ কলিম উদ্দিনের বাড়িতে ঢুকে তার স্ত্রী পিয়ারা বেগমকে গালিগালাজ ও মারপিট করে।

স্ত্রীর চিৎকার শুনে কলিম উদ্দিন, তার ছেলে আব্দুল কাদেরসহ পরিবারের সকলের বের হয়ে আসলে দেশিও অস্ত্রে এলোপাথারি মারপিট করা হয় এবং ঘরের আসবাবপত্র ভাংচুরে করে এবং তাদের গচ্ছিত ১,১২,০০০ টাকা লুট করে নিয়ে যায়। এমতাবস্থায় এলাকাবাসী ছুটে আসলে হামলাকারীরা জীবননাশের হুমকি পালিয়ে যায়। তাৎক্ষনিক আহতদের শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
ব্যাপারে কলিম উদ্দিনের ছেলে আব্দুক কাদের বাদী হয়ে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর