শনিবার, ০৩ মে ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ ইজিবাইক শ্রমিকদের নগদ অর্থ বিতরণ।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৪৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

সিরাজগঞ্জে জেলার কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ ২’শতাধিক ইজিবাইক শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য বিধিমেনে সোমবার (২৬জুলাই)সকালে অফির্সাস ক্লাব ইজিবাইক শ্রমিকদের মাঝে নগদ অর্থ তুলে দেন, অর্থ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ ।

সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ।

এ সময়ে উপস্থিত ছিলেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ,মোঃ রেদওয়ান আহমেদ রাফি,মোঃ আফিফান নজমু, পরাগ সাহা,মোঃ রাশেদ হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রাখেন,জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ বলেন, লকডাউনে থাকা পুরাে পরিবারকে সরকারের পক্ষ সকল প্রকার সহযােগিতা প্রদান করা হচ্ছে।

সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলে,মাস্ক পরিধান করতে হবে। ঘন ঘন সাবান /ডিটারজেন্ট পাউডার দিয়ে হাত ধৌত করতে হবে। করোনা প্রতিরোধে সবাইকে টিকা নিতে হবে।এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর