সোমবার, ০৫ মে ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের বেলকুচিতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ১৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

সিরাজগঞ্জের বেলকুচি আঞ্চলিক সড়কের উপর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

২৭ জুলাই (মঙ্গলবার) ভোরে বেলকুচি পৌর এলাকার সূবর্ণসাড়া তেল পাম্প সংলগ্ন (বেলকুচি -এনায়েতপুর) আঞ্চলিক সড়কের উপর থেকে লাশটি উদ্ধার করা হয়।

বেলকুচি থানা পুলিশ উপ-পরিদর্শক এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন।এ সময় তিনি জানান, রোড ডিউটি শেষে ভোরে আমরা যখন থানার অভিমুখে ফিরছি ঠিক তখনই সূবর্ণসাড়া তেল পাম্প আঞ্চলিক সড়কের উপর অজ্ঞাত ব্যক্তির লাশ মাথা থেঁতলানো অবস্থায় পড়ে থাকতে দেখি। তখন উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অনুসারে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, এখন পর্যন্ত লাশের কোন পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছে অজ্ঞাত ঐ ব্যক্তি বেশকিছু ধরে আঞ্চলিক সড়কের পাশ দিয়ে হাটাহাটি করছিল । এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ স্থানীয় ভাবে দাফন সম্পন্ন করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর