সোমবার, ০৫ মে ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ শাহজাদপুরের পৌরশহরে যুবকের লাশ উদ্ধার !

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৪৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরশহর এলাকা থেকে সোহেল রানা (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার সময় পৌরশহর এলাকার পুকুরপাড় মহল্লা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা ওই মহল্লার মৃত আসাব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে সোহেল রানা বাড়ি থেকে বের হয়ে পাশের একটি দোকানে যান। এ সময় শাহজাদপুর পৌর কাউন্সিলর নাজমুল হাসান ও তার ভাই পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহুর সাথে তার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে কাউন্সিলর নাজমুলসহ তিনজন মিলে সোহেল রানাকে মারপিট করে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়ি পৌছে দেয়। সোমবার দুপুরে তার অবস্থার আরো অবনতি হয়ে নিজ বাড়িতে তিনি মারা যান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, খবর পেয়ে নিহতের লাশ সোমবার রাতে তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার ২৭ জুলাই সকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার ডান হাতে আচরের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর