বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

কোকাকোলা ফাউন্ডেশনও ড্যানিশ রেডক্রিসেন্টের মাস্ক ও স্যানিটাইজার হস্তান্তর।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৫৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

মহামারি কারোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলার জন্য কোকাকোলা ফাইন্ডেশন ও ড্যানিশ রেড ক্রিসেন্ট “এর সহায়তায়, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে সিভিল সার্জন ও সিরাজগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতির নিকট মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল১১টার দিকে সিরাজগঞ্জ সিভিলসার্জন কার্যালয়ের সামনে উল্লেখিত করোনা প্রতিরোধ সামগ্রী হিসাবে ৫’হাজার মাস্ক ও ৫’শ হ্যান্ডস্যানিটাইজার সিভিল সার্জন ডাঃ রামপদের নিকট এবং বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তারাজুল ইসলামের নিকট ২’শত মাস্ক ও ২’শ ২০টি হ্যান্ডস্যানিটাইজার হস্তান্তর করেন – বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সেক্রেটারি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা কে,এম হোসেন আলী হাসান।

এ সময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কর্মকর্তা তাজুল ইসলাম তাজসহ অন্যান্য কর্মকর্তাগণ ও সিরাজগঞ্জ যুব রেডক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান মোছাঃ শাপলা খাতুন ও তার টিম সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দদের একাংশ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর