শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার !

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৪৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে গোসল করতে নেমে ফাহিম হোসেন অনিক (২২) নামের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীর তলদেশ থেকে তার লাশ উদ্ধার করে।

মৃত ফাহিম হোসেন অনিক পাবনার সাথিয়া উপজেলার সোনতলা গ্রামের প্রকৌশলী (এজিইডি) মোঃ আকরাম হোসেনের ছেলে।

জানা যায়, অনিক শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর ভূষিপট্টি এলাকায় নানার বাড়ি বেড়াতে এসেছিল।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা রিং বাধ এলাকায় বড়াল নদী ও ধলাই নদীর মোহনায় গোসল করতে যায়।তার সাথে ছিল মামাতো ভাই আদিব (১১), মুকিত (৯) ও খালাতো ভাই পোতাজিয়া ইউনিয়নের নুকালী গ্রামের জাকির হোসেনের ছেলে পার্থ (২৮)।

অনিকের খালাতো ভাই পার্থ জানায়, দুপুর ১টার দিকে গোসল করার সময় ছোট দুই ভাই আদিব ও মুকিতের পায়ের নিচ থেকে বাধের বালি সরে গিয়ে পাড় থেকে পানিতে পড়ে ডুবে যাওয়ার সময় চিৎকার দেয়।তৎখনাৎ আমি ও অনিক তাদের উদ্ধারে পানিতে নেমে পড়ি।আমি আদিবকে সাতরে পারে নিয়ে আসি, তবে অনিক ও মুকিত পারে উঠতে ব্যার্থ হয়। পরে স্থানীয় জেলেরা এগিয়ে এসে মুকিতকে উদ্ধার করে। তবে অনিককে খুঁজে পাওয়া যায় না।

স্থানীয় লোকজনের মারফত শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আসাদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এর পর শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।

পরে স্থানীয় জেলেরা খোঁজাখুঁজি করে অনিকের সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা সন্ধ্যা সাড়ে ৬টার সময় তার লাশ উদ্ধার অভিযানে নামে। আধা ঘন্টার উদ্ধার অভিযানে তারা অনিকের লাশ সন্ধ্যা ৭টার সময় নদীর তলদেশ থেকে উদ্ধার করে।

অনিকের লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আসাদুর রহমান। এই ঘটনায় শাহজাদপুর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর