সোমবার, ০৫ মে ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক।

মোঃ আমিনুল ইসলাম জুয়েল,নন্দিগ্রাম(বগুড়া)প্রতিনিধি। / ৪৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের ডেরাহাল গ্রামের জাকারিয়া হোসেন (৩৫), পিতা মৃত তমিজউদ্দিন, মোজ্জেম হোসেন ((৪৫), পিতা মৃত আবু তাহের, হেলাল উদ্দিন (৩৫) পিতা আজিম উদ্দিন, রিপন হোসেন (২০) পিতা আহসান হাবীব, তসলিম উদ্দিন (৩২) পিতা তানসিন আলী।

বৃহস্পতিবার (২৯শে জুলাই) সকাল সারে ১১টায়, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদের নির্দেশনায় উপ-পরিদর্শক নুর আলম ও উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ডেরাহাল গ্রামের আলীর ছেলে রাহীর বাড়ীতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করে।এ সময় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামাদি সহ ১০ হাজার ৪’শ ৮০ টাকা উদ্ধার করে।

এ বিষয় নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ আমারজমিনকে জানান, উপজেলার ডেরাহাল গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে, এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক রাহী পালিয়ে যায়, এই ঘটনায় ছয় জনের নামে মামলা হয়েছে,৫ জন গ্রেপ্তার হয়েছে ১জন পলাতক রয়েছে। শুক্রবার (৩০শে জুলাই) সকালে গ্রেফতারকৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর