সোমবার, ০৫ মে ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

মোঃ আমিনুল ইসলাম জুয়েল,নন্দিগ্রাম(বগুড়া)প্রতিনিধি। / ৫২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে আবু বক্কর সিদ্দিক (৪০)নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ওমর ফারুক উপজেলার তেতুলিয়াগাড়ি গ্রামের আবু জাফর প্রামানিকের ছেলে।

শুক্রবার (৩০শে জুলাই) রাত ১১টার সময় নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদের দিকনির্দেশনায় উপপরিদর্শক বিকাশ চক্রবর্তী ও উপপরিদর্শক তরিকুল ইসলাম কাহালু থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য,গ্রেফতারকৃত আসামি ওমর ফারুক যৌতুক নিরোধ আইনের ৪ ধারা মোতাবেক (সিআর মামলায়) দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ আমারজমিনকে জানান, বগুড়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত)মোহাম্মদ বিল্লাল হোসাইনের পরোয়ানা মূলে উল্লেখিত আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর