সোমবার, ০৫ মে ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

সলঙ্গায় ১০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী র‍্যাব১২র হাতে আটক।

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার। / ৬২৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

র‍্যাব-১২র মাদক বিরোধী অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় বিপুল পরিমান গাঁজাসহ মোঃ শিমুল হক(১৯) নামের এক জন কে আটক করেছে।গ্রেফতারকৃত আসামী মোঃ শিমুল হক(১৯) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের মৃত আঃ রহিম এর ছেলে।

র‍্যাব-১২র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি.জন রানা জানান ০১/০৮/২০২১খ্রিঃ রাত্রী ০১.১০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল রোডস্থ ধোপাকান্দি ভাই ভাই হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ২,৩২০/- টাকা এবং ০২ টি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর