বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের জড়ি ও টুইস্টিং শ্রমিকদের মাঝে নগদ অর্থ প্রদান।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৫৬০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে কোভিড-১৯ সংক্রমণে ক্ষতিগ্রস্ত জেলার জড়ি ও টুইস্টিং মিলের ২৬৫ জন শ্রমিকদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার (২ আগস্ট ) সকালে শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ উপহার তুলে দেন,সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

সবার উদ্দেশ্যে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ বলেন, সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সবাইকে মাস্ক পড়ে ঘনঘন সাবান দিয়ে হাত ধৌত করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ ,সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অনিদ্য গুহ, ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ্, ইসরাত জাহান, আফিফান নজমু, পরাগ সাহা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর