সোমবার, ০৫ মে ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে মাসুদ রানা নামের এক ভূয়া সাংবাদিক গ্রেফতার ।

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার। / ৫৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

সিরাজগঞ্জে র‍্যাব-১২’র বিশেষ অভিযানে মাসুদ রানা বাচ্চু (৩৫) নামের এক ভূয়া সাংবাদিক গ্রেফতার  করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়া বাজারের দি-ইনসাফ ডায়গনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার  করা হয়।

র‍্যাব-১২’র মিডিয়া অফিসার,সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান গতকাল রবি বার রাত ০৯.০৫ টার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র‍্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পিপুলবাড়ীয়া বাজারের দি-ইনসাফ ডায়গনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১ জন ভূয়া সাংবাদিক গ্রেফতার করা হয়।

এছাড়াও তাহার নিকট হইতে দৈনিক গণতদন্ত নামে ভুয়া সাংবাদিকতা আইডি কার্ড ১ টি, জবস টিভি নামে ভুয়া সাংবাদিকতা আইডি কার্ড ১ টি, মোটর সাইকেল-১ টি এবং ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ রানা (বাচ্চু)(৩৫) সিরাজগঞ্জ জেলার সদর থানার রতনকান্দী একডালা দক্ষিনপাড়া গ্রামের মৃত জেল হোসেনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই ভুয়া সাংবাদিকতার আইডি কার্ড ব্যবহার করিয়া দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নেয় বলে জানা যায়।

গ্রেফতারকৃত ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর