সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদক কারবরি আটক।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১০৬৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭ মাদক কারবারিকে আটক করেছে।অপর দিকে র‍্যাব-১২ ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে।

মডেল থানার উপ পরিদর্শক ইব্রাহিম জানান , উল্লাপাড়া মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৯ মাদক কারবারিকে আটক করে পুলিশ। মাদক কারবারিদের কাছ থেকে এ সময় ৫০ গ্রাম হেরোইন , ১’শ ১০ পিচ ইয়াবা , নগদ ৩ হাজার টাকা ও ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আসামিরা হলেন উপজেলার লাহিড়ীপাড়া গ্রামের আঃ হামিদের ছেলে নুরাল সরদার (৬০) ও তার স্ত্রী শাহনাজ বেগম (৪০), মোহনপুর মিলপাড়া গ্রামের শাহীন মিয়ার ছেলে রতন মিয়া (২০), কয়ড়া হরিষপুর গ্রামের ইসহাক আলীর ছেলে জেল হক (৪০), মধুপুর গ্রামের আলী আকবরের ছেলে আবু সাঈদ (৫০), উল্লাপাড়া পশ্চিমপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে আব্দুল মালেক (৩০), চরসাতবাড়ীয়া গ্রামের কালাম প্রামাণিকের ছেলে ইব্রাহিম (২৫), বেতবাড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে ইমন সরকার (২২) ও  শাহজাদপুর উপজেলার গাড়াদহ চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) জানান , উল্লাপাড়া মডেল থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য , মাদক বিক্রির টাকা ও মোবাইল সেটসহ ৯ মাদক কারবারিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে বুধবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর