রবিবার, ১১ মে ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান পিপিকে জেলা আইনজীবীর পক্ষ থেকে সংবর্ধনা

সবুজ সরকার,বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ / ২৬৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

নব গ‌ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের এডহক ক‌মি‌টি‌র সদস‌্য নির্বাচিত হলেন সিরাজগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ্যাডভোকেট আব্দুর রহমান। বৃহস্প‌তিবার সকাল ১০ টায় জেলা আইনজীবী স‌মি‌তি সিরাজগঞ্জ শাখার প‌ক্ষে থে‌কে তা‌কে ফু‌লেল শুভেচ্ছা জানানো হয়।

পরে আইনজীবী স‌মি‌তির হল রু‌মে জেলায় কর্মরত আইনজী‌বি ও সাংবা‌দিকদের সাথে এক মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সিরাজগঞ্জ আইন‌জীবি স‌মি‌তির সাধারণ সম্পাদক আব্দুর রউফ পান্নার সঞ্চালনায় সভাপ‌ত্বিত ক‌রেন আইন‌জীবি স‌মি‌তির সভাপ‌তি মীর রুহুল আমিন বাবু।

এ সময় বক্তব‌্য রা‌খেন নারী ও শিশু ট্রাইবুনা‌লের স্পেশাল পি‌পি কায়সার আহা‌ম্মেদ লিটন, এ‌ডিশনাল ১ কো‌র্টের পাব‌লিক প্রসি‌কিটর এড‌ভো‌কেট ও‌য়েস ক‌রোনী ল‌কেট, সি‌নিয়র এড‌ভো‌কেট সিরাজগঞ্জ জেলা ম‌হিলা আওয়ামীলী‌গের ম‌হিলা বিষয়ক সম্পা‌দিকা অ‌তি‌রিক্ত দায়রা জজ এ‌ডিশনাল ২ সে‌লিনা পার‌ভিন পান্না।সিরাজগ‌ঞ্জে কর্মরত সি‌নিয়র এড‌ভো‌কেট আব্দুল হা‌মিদ, এড‌ভো‌কেট কামরুল ইসলাম শান্তা, আব্দুল আজিজ সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর