বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

রাজবাড়ীর গোয়ালন্দে শেখ কামালের ৭২তম জম্মবার্ষিকী অনুষ্ঠিত

মোঃ রাজু আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি। / ২২৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলার প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভা, মসজিদে মিলাদ মাহফিল ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন উপজেলার প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ৮টার সময় উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুল হক খান, ও উপজেলার পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র,থানার (ওসি),আওয়াামীলীগে নেতৃবৃন্দু সহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শেখ কামালের ৭২ তম জম্মবার্ষিকী উপলক্ষে
পরে বেলা ১১টার দিকে গোয়ালন্দ প্রপার হাই স্কুলের মাঠ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন এর সঞ্চালনায়, আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজলা আ’লীগের সভাপতি মোস্তাফা মুন্সী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম নার্গিস পারভিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমেন্ডার সামাদ মোল্লা,পৌর আ’লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জাল, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুছ আলী মোল্লা, গোয়ালন্দ উপজেলা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দক খোকন প্রমুখ।

আয়োজিত আলোচনা সভা শেষে দুপুরে মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়।শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বিকালে বৃক্ষরোপণ করেন উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর