সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:২০ অপরাহ্ন

শিবগঞ্জে বালুদস্যুদের ড্রেজার মেশিন গুড়িয়ে দিলেন এসিল্যান্ড

মোঃ গোলাম রাব্বানী, বিশেষ প্রতিনিধি / ৪৩৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের চককানু এলাকায় বালুদস্যু আদম এর অবৈধভাবে বালু উত্তোলনের পয়েন্টে অভিযান চালিয়ে ডিজেল চালিত ড্রেজার মেশিন গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)মৌলি মন্ডল এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত উপজেলার আটমুল ইউনিয়নে অভিযান চালায়। অভিযানে চককানু গ্রামের ১টি পয়েন্টে ডিজেল চালিত ড্রেজার মেশিন গুড়িয়ে দেয়া হয়। এ অভিযান পরিচালনার সময় ড্রেজারের মালিক ভূমিদস্যু আদম প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)মৌলি মন্ডল জানান, ভূ-গর্ভস্থ থেকে বালু উত্তোলন করা ভূমি আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। বালু উত্তোলনের কারণে আশেপাশে ফসলি জমি, বসত ভিটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাছাড়া প্রকৃতি ও পরিবেশের জন্যেও এটি হুমকি স্বরূপ। উপজেলায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমান অভিযান ধারাবাহিক ভাবে চলমান থাকবে। এসময় শিবগঞ্জ থানা পুলিশের সঙ্গীও ফোর্স উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর