বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

রায়নগর ইউপি আঃলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা

মোঃ গোলাম রাব্বানী শিপন, বিশেষ প্রতিনিধি / ৪৪০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

গভীর শোক, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করেছে স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় শোক দিবসে দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষীকি ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগেআলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) বিকালে রায়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান কাজীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব আকরাম হোসেনের উদ্যোগে মহাস্থান হযরত শাহ সুলতান আলিম মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, তিনি ১৫ আগস্টের শোকাবহ বেদনাদায়ক ঘটনা তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৪৬ তম শাহাদত বার্ষিকী।

১৯৭৫ সালের এই দিনে ঘাতক চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।তিনি বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনিদের খুঁজে বের করে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিয়ার আব্দুল মান্নান, জেলা পরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা জাহান, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আজমল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউর রহমান, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মটু, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছাত্তার, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন, ছাত্রলীগ নেতা আরিফ হাসান রাসেল,শাহ কামাল তালুকদার, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, মোফাজ্জল হোসেন মোফা, শাহ আলম, শফিকুল ইসলাম, শাহ আলম, কামাল পাশা সহ উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, মহাস্থান মাজার মসজিদের সহকারী পেশ ইমাম আব্দুল হামিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর