শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

শাহজাদপুরে ট্যাংকলড়ি-সিএনজি সংঘর্ষে নিহত ২।

মোঃ জহুরুল ইসলাম,শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ৩৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুরে গাড়াদহ বকুলতলা এলাকার মহাসড়কে ট্যাংকলড়ি- সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার গাড়াদহ বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদীপাড়া গ্রামের মওলানা আবদুল খালেক (৬০) এবং একই ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাবু মিয়ার পুত্র আলামিন হোসেন (১৪)।নিহত দুইজনই সিএনজির যাত্রী ছিলেন বলে জানা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, বুধবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বকুলতলা এলাকায় একটি সিএনজি অটোরিকশা অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় একটি ট্যাংকলড়ি সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন সিএনজি যাত্রী নিহত হয়। এ সময় আহত হয় আরও কয়েকজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর