সোমবার, ০৫ মে ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

বেলকুচিতে গনধর্ষন মামলার ৩ আসামি আটক।

সবুজ সরকার,বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ / ১৩২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

সিরাজগঞ্জের বেলকুচিতে গনধর্ষন মামলার ৩ আসামিকে আটক করেছে পুলিশ।১৮ (আগস্ট) বুধবার রাতে একাধিক স্থানে অভিযান পরিচালনা করে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে বেলকুচি থানা পুলিশ শাহজাদপুরের চর নরিনা এলাকা হতে ওই ৩ জনকে আটক করেন।

আটককৃতরা হলেন, শাহজাদপুরের চর নরিনা গ্রামের মুবারক সরকার ছেলে ফারুক আহমেদ (২৯),জহুরুল প্রামানিকে ছেলে শাহদাত হোসাইন (২৮), ও বেলায়েত প্রামানিকের ছেলে বরাত আলী ওরফে বাবু(২৮)।

বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত)নুরে আলম এ তথ্য নিশ্চিত করে জানান গত ১৩ আগস্ট বেলকুচি পৌরসভার কামারপাড়া মহল্লার ভারাটিয়ে ও পূর্বাণী ফ্যাসনের কর্মরত এক নারী কর্মীকে প্রেমের ফাদে ফেলে বিশাল নামে এক যুবক উল্লাপাড়া নিয়ে যায়। সেখানে চলনবিলে নৌকা যোগে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পরে সন্ধারাতে ঐ মেয়েকে পালাক্রমে বিশাল ও তার বন্ধুরা এবং আরো দুইজন মিলে ধর্ষন করে।রাত ভর মেয়েটিকে ধার্ষণের পরের দিন অর্থাৎ ১৪ আগস্ট সকালে নৌকা যোগে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেয়।পারে মেয়েটি স্থানীয়দের সহযোগীতায় বেলকুচিতে হাসপাতালে ভর্তী হয়। পরে ঐদিন রাতেই মেয়েটি বেলকুচি থানায় লিখিত অভিযোগ দেন।

মেয়েটির অভিযোগের ভিত্তিতে এই তিন যুবককে আটক করা হয়। আটককৃত আসামিরা সীকারোক্তি মূলক জবানবন্ধি দিয়েছে। আজ বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর