শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

তানোর মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

মোঃ সারোয়ার হোসেন, তানোররা(রাজশাহী) প্রতিনিধি / ২০২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

রাজশাহীর তানোর মডেল প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার(২৬আগস্ট) তানোর গোল্লাপাড়া বাজার মর্ডান মার্কেটে তানোর মডেল প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সর্ব সদস্যদের সম্মতিক্রমে আমাদের রাজশাহী পত্রিকার প্রতিনিধি আলিফ হোসেন সভাপতি ও মনিরুজ্জামান মনি(উপচার)কে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর (লাখো কষ্ঠ ও জি নিউজ) সহসভাপতি আবুল কাসেম বাবু(দৈনিক পুনরুত্থান ও সূর্যের আলো), যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন(দৈনিক ঢাকার ডাক ও স্বদেশ বাণী) সাংগঠনিক সম্পাদক সোহানুল হক পারভেজ(মানবজমিন ও জনতার বিবেক টিভি)

দপ্তর সম্পাদক শানাউল্লাহ স্বপন(বাংলার নবকষ্ঠ ও এই বাংলা), নির্বাহী সদস্য-আব্দুল হান্নান(দৈনিক সংগ্রাম) নুর হাসান মাহমুদ রাজা(সূর্যের আলো) গোলাম মোস্তফা লাল্টু(অপরাধ বার্তা) সৈয়দ মাহমুদ শাওন (আলোকিত৭১সংবাদ ও টপ নিউজ২৪ অনলাইন) কে সদস্য নির্বাচিত করা হয়েছে।

কমিটির সর্ব সদস্যেরে মতামতের ভিত্তিতে আগামী ২বছরের জন্য তানোর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর