শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

ভারতে আটক পুলিশ কর্মকর্তাকে দেশে আনার চেষ্টা; ডিএমপি কমিশনার।

অনলাইন নিউজ ডেস্কঃ / ২৭৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

গতকাল শনিবার অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে অনুপ্রবেশ করার অপরাধে আটক পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বললেন ডি এম পি কমিশনার শফিকুল ইসলাম।

ভারত সীমান্তরক্ষীর হাতে আটক সোহেল রানা ঢাকার বনানী থানার পরিদর্শক(তদন্ত)হিসাবে কর্মরত ছিলেন। যেহেতু ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মামালা করা হয়েছে সেহেতু তাকে ফিরিয়ে আনতে সময়ের ব্যপার। আমাদের বাংলাদেশেও মামলা হয়েছে সে মামলায় তাকে প্রয়োজন এজন্যও তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি।

এ সময় তিনি বলেন মামলার কথা বলে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।তা না হলে ওই দেশে মামলার বিচার শেষে তাকে ফিরিয়ে আনা হবে। আজ ৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

নর্থ বেঙ্গল বিএসএফ’র ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকেও পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে ভারত সীমান্তে আটকের খবর নিশ্চিত করেছেন।

টুিইটে তারা লিখেছেন ভারতীয় সময় বিকেল ৪ টা ৪৮ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তাকে অনুপ্রবেশের অপরাধে আটক করা হয়েছে। অনুপ্রবেশের কারন জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর