সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে দুস্থ ও কর্মহীনদের মাঝে পূর্বানী গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (০৪ সেপ্টেম্বর ) বিকালে কামারপাড়া এলাকার লতিফা শাজাহান উচ্চ বিদ্যালয় মাঠে পুর্বানী গ্রুপের অর্থায়নে ও পূর্বানী গ্রুপের আফসানা মিমির প্রতিনিধিত্বে ২ শতাধিক অসহায় কর্মহীনদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণের সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক(মন্ত্রী), সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আশিকুর রহমান লাজুক বিশ্বাস, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোপাল চন্দ্র প্রামানিক, সাধারণ সম্পাদক কামাল আহাম্মেদ, সমাজ সেবক রিয়াজুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।