শিরোনাম
안전한 토토사이트 이용 가이드 উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু। কালিয়াকৈরে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি কারখানাকে জরিমান। বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবীতে ডিমলায় বিক্ষোভ মিছিল। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্ততায় কালিয়াকৈরে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ। ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা। নারী বিষয়ক সংস্কার আইন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। গৃহবধু হত্যা মামলার আসামী না ধরলে বালিয়াডাঙ্গী থানা ঘেরাও করার ঘোষণা। দুর্গাপুরে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। কমলগঞ্জে বর্ণীলসাজে মণিপুরীদের ঐতিহ্যগত “লাই-হরাউবা” উৎসব।
বুধবার, ০৭ মে ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

আশুলিয়ায় গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার।

রিপোটারের / ৩১৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

স্মৃতি রানি,স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সাভার আশুলিয়া থেকে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১’র সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ২ টি পিকআপ, ৩ টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার(৭ সেপ্টেম্বর)সকালে এতথ্য জানান র‍্যাব – ১’র সহকারী পরিচালক(অপস )এএসপি নোমান আহমদ। এর আগে গত ৫ সেপ্টেম্বর রাতে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মোঃ আরিফুল ইসলাম(৩১) মোঃ শরিফুল ইসলাম (৩০) ও মোঃ নুর উদ্দিন (১৯) তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‍্যাব-১ এর সহকারী পরিচালক ( অপস )এএসপি নোমান আহমদ জানান মোঃ সজীব খলিফা নামের এক যুবকের একটি পিকআপ সাভারের রাজালাক সহকারী নার্সারী ও উপজেলা মডেল মসজিদের মাঝামাঝি গলি থেকে চুরি হয়। তিনি তার পিকআপটি আশেপাশের বিভিন্ন স্থানে খোজাখুজি করে কোথাও না পেয়ে বিষয়টি র‍্যাব-১কে অবহিত করেন। এরই পেক্ষিতে র‍্যাব চোরাই দলের সদস্যদের খুজে বের করে আইনের আওতায় আনতে দ্রুততার সঙ্গে তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এ অবস্থায় থেকে তাদের আটক করা হয়।

তিনি আরো জানান আটককৃত আসামিদের প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায় তারা সংঘবদ্ধ গাড়ি ছিনতাই ও চুরি চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের সঙ্গে ১০-১২ জন জড়িত।

সিন্ডিকেটের সদস্যরা দেশের বিভিন্ন এলাকা থেকে গাড়ি ছিনতাই ও চুরি করে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে সক্রিয় রয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর