রবিবার, ১১ মে ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ বিএনপির যুগ্ন সম্পাদক নূর কায়েম সবুজ গ্রেফতার।

রিপোটারের / ২৬৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতি’র সাবেক সভাপতি নূর কায়েম সবুজ কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌরশহরের সয়াধানগড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সহ ৫টি মামলার ওয়ারেন্ট ছিলো বলে জানিয়েছেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম।

ওসি মোঃ নজরুল ইসলাম আরো জানান, নূর কায়েম সবুজের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ ৫টি মামলার ওয়ারেন্ট আছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে শহরের সয়াধানগড়া মহল্লা থেকে আটক করা হয়েছে।বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু জানান, নূর কায়েম সবুজকে যেসব মামলার ওয়ারেন্ট দেখিয়ে আটক করা হয়েছে এগুলো সব রাজনৈতিক মামলা। আমি তার গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তার নিশর্ত মুক্তি দাবি করছি।

এদিকে নূর কায়েম সবুজকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিশর্ত মুক্তি দাবি করেছেন জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ, যুগ্ম সম্পাদক মুন্সী জাহেদ আলম, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর