রবিবার, ১১ মে ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় হেরোইনসহ শীর্ষ ৪ মাদক ব্যবসায়ী আটক।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৪০৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি পুলিশের সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২ গ্রাম হেরোইনসহ শীর্ষ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার নতুন দাদপুর গ্রামের কিসমত আলীর ছেলে শহিদুল ইসলাম(৪০), শাহজাদপুর উপজেলার মশিপুর বাজারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাকিব হোসেন(২০), একই উপজেলার মশিপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আজিম হোসেনের ছেলে লিটন প্রামাণিক ও মশিপুর পূর্বপাড়া গ্রামের মৃত অক্ষয় চন্দ্র সূত্রধরের ছেলে স্বপন কুমার সূত্রধর(৪৯)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ SIRAJGANJ DISTRICT POLICE [10 SEPTEMBER 2021] নামের একটি ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাদের ওই ফেসবুক পেজে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় সিরাজগঞ্জ  গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার রাত সাড়ে ৩ টার সময় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ সময় আটক মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উল্লাপাড়া মডেল থানায় মামলা রজু করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর