মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

তালেবান গোষ্ঠীর প্রশংসায় বক্তব্য; মসজিদের খতিব আটক।

অনলাইন নিউজ ডেস্কঃ / ২১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর প্রশংসা করে বক্তব্য দেয়ার অপরাধে তিউনিশিয়া সরকার দেশটির একটি মসজিদের খতিবকে আটক করেছে। ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর নিশ্চিত করেছেন।

ওই বার্তায় বলা হয়েছে,তালেবান আফগানিস্তান ক্ষমতা দখল করার পর তিউনিশিয়ার আল-কাসেরিন শহরের একটি মসজিদের ওই খতিব সম্প্রতি তালেবানের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।

এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর কাসেরিন শহরের একজন মেজিস্ট্রেট ওই খতিবকে আটক করার নির্দেশ দেন। খতিব সাহেবের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত শুক্রবারের জুমার নামাজের খুতবায় তালেবানদের প্রশংসা করে বক্তব্য রাখেন।ওই খতিবকে আটকের পর সন্ত্রাস বিরোধী বিশেষ আদালতে সোপর্দ করা হয়েছে। তবে বার্তায় ওই মসজিদ ও খতিবের নাম উল্লেখ করা হয়নি। অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিচ্ছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

আফগানিস্তানের তালেবানদের হাতে দেশটির রাজধানী কাবুলের পতন হয়। বিশ্লেষকরা বলছেন, আমেরিকাসহ পশ্চিমা দেশ গত ২০ বছর ধরে আফগানিস্তানকে তাদের মতো করে পুনর্গঠনের যে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তালেবানের ক্ষমতা দখলের ফলে তাদের সকল প্লান পুরোপুরি ব্যর্থ হয়েছে।

কাবুল নিয়ন্ত্রণ গ্রহণ করার ২০ দিন পর তালেবান মোল্লা হাসান আখুন্দের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে।
সূত্রঃ আমার সংবাদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর