রবিবার, ১১ মে ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় আলীমুদ্দির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন।

রিপোটারের / ৪০১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

রুবায়াত হাসান হিরা,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের শ্রীকলা গ্রামের আব্দুল আলীমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়  শ্রীকোলা গ্রামবাসী মানববন্ধন ও মৌন মিছিল করে।

উল্লাপাড়ায় গত ১৮.০৮.২০২১ বুধবার সকালে উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলা গ্রামে বাড়ির টিউবওয়েলের পানি সরকারি ড্রেনে গরানোর জন্য পানির পাইপ স্থাপনে বাধা প্রদান করায় শ্রীকোলা গ্রামে আমিরুল গং এর সাথে বিরোধের জেরে আব্দুল আলিম নামে একজন খুন হওয়ার ঘটনা ঘটে। আলীমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারসহ ফাঁসির দাবিতে মৌন মিছিলে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সহ শ্রীকোলা গ্রামবাসী।

পরে একটি মৌন মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মানববন্ধনে বক্তরা বলেন, আলীমকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের সবাইকে অবিলম্বে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক।

এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে অন্যরা কেউ এ ধরনের অপরাধ করতে সাহস পাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর