শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

দেশের ১০ টি দৈনিক পত্রিকার ঘোষনাপত্র বাতিল করা হয়েছে।

রিপোটারের / ১৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

দেশের ৯ টি দৈনিক জাতীয় বাংলা পত্রিকা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষনাপত্র বাতিল করা হয়েছে। ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে গত ৮ সেপ্টেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে আজ মঙ্গলবার এক তথ্য বিবরনিতে জানানো হয়েছে।

ওই প্রজ্ঞাপণে উল্লেখ করা হয় দৈনিক জনসেবা,গণ আওয়াজ,জাতির কণ্ঠ,ঢাকা প্রকাশ,এই দেশ এই দিন,কিষাণ,সময়ের পাতা,পূর্ব আলো,ও রিপোর্টার এবং দি ফাইনান্সিয়াল ডেইলির ডিক্লারেশন বাতিল করেছেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট। অর্থাৎ এখন থেকে উল্লেখিত পত্রিকাগুলো প্রকাশ বা প্রচারের অনুমতি রইলো না।

১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা আইনের ৯(১) এর ৩(ক) ধারা মোতাবেক পত্রিকাগুলো প্রকাশ তথ্য বিবরণীতে বলা হয়, ১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ৯ (১) এর (৩) (ক) ধারা ভঙ্গ এবং পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদক চুক্তিপত্রের শর্ত পুরন করতে না পাড়ায় তাদের ঘোষনাপত্র বাতিল করা হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

যে সকল পত্রিকা নিয়মিত প্রকাশ হচ্ছে না, সে সকল পত্রিকা গুলো চিন্হিত করে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ কথা গত মাসের শেষ ভাগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ পরিস্কার বলে দিয়েছেন।

সূত্র রিদ্মিক নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর