রবিবার, ০৪ মে ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

সেনা বাহিনীতে চাকুরীর সৌভাগ্য হলো না সড়ক দুর্ঘটনায় নিহত রুবেলের।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৩৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ সেনা বাহিনীতে চাকুরী করার সৌভাগ্য হলো না সদ্য নিয়োগ প্রাপ্ত সিরাজগঞ্জ উল্লাপাড়ার শ্রীকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম রুবেল(১৯) এর। কয়েক দিন আগে সেনা বাহিনীতে চাকুরী হয়,প্রশিক্ষণের দিনখন ঠিকও হয়েছে। কিন্তু ভাগ্যের কি! নির্মম পরিহাস আজ ১৫ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে বাড়ির পাশে সড়ক দুর্ঘটনায় মারা যায় সে। তার সাথে মারা যায় আরো এক ভ্যানযাত্রী শ্রীকোলা গ্রামের মৃত আফের উদ্দিনের ছেলে ফরজ আলী (৪৮)।

জানা যায় অটোভ্যান যোগে নিহতরা উল্লাপাড়া পৌর শহরে যাচ্ছিলো। বুধবার সকাল সাড়ে ৬ টার সময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শ্রীকোলা বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে,পিছন থেকে ট্রান্সপোর্টের কাভারভ্যান যাত্রী বোঝাই অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পৌরশহরের শ্রীকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম রুবেল(১৯) ও মৃত আফের উদ্দিনের ছেলে ফরজ আলী(৪৯) মারা যায়।

এ ঘটনায় একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আবু হানিফ(২৫)ও লুৎফর রহমানের ছেলে মাহবুবুল ইসলাম(৩৫) গুরুতর আহত হয়। আবু হানিফকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। কিছুক্ষণ উৎসুক জনতা রাস্তায় গাছে গুলুম ফেলে অবরোধ করার চেষ্টা করে।উত্তাপ্ত জনতার সাথে কথা বলে রাস্তা থেকে তাদের উঠিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর