শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন।

রিপোটারের / ২৩৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে ঘন্টা ব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন আন্দোলন পরিচালনা কমিটি।

শনিবার সকাল ১১ টায় তাপ বিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে বড়পুকুরিয়া কয়লা খনির মোড় হতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
পরে বিক্ষোভ মিছিল শেষে বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ ফাড়ির সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন তারা।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, তাপ বিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক মো. আবু সাঈদসহ অন্যন্য নেতৃবৃন্দরা।

মানববন্ধনে বক্তারা বলেন,তাপ বিদ্যুাৎ নির্মানের সময় শুরু থেকে আমরা স্থানীয়রা উন্নয়ন শ্রমিক হিসেবে কাজ করে আসছি,স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগের দাবীতে দির্ঘ ৪ বছর ধরে আমরা আন্দোল করে আসছি। সেই সময় ১৪৩ জন উন্নয়ন শ্রমিককে উৎপাদন শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও নাম মাত্র ২০ জন শ্রমিকের নিয়োগ প্রদান করেন কতৃপক্ষ। এ অবস্থায় আমরা চরম অভাব অনটনের মধ্যদিয়ে মানবেতর জীবন যাপন করছি।

তারা বলেন, বিগত দিনে আশ্বাসের বার্তা দিয়ে আন্দোলন থামিয়ে দিলেও এখন পর্যন্ত সেই আশ্বাসের কোন বাস্তবতা নেই। বিধায় আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা। আমাদের দাবী মেনে নিয়ে দুমুঠো ডাল ভাতের ব্যাবস্থা করতে মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি প্রতি মন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এসএম ওয়াজেদ আলী বলেন, নিয়োগের বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে আমাদের কিছুই করার নেই,এটি উর্ধতন কতৃপক্ষের ব্যাপার,তাই তারাই এব্যাপারে সিদ্ধান্ত নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর