শনিবার, ১০ মে ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রিপোটারের / ১৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের সদস্যরা।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মারাদারা গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে মানারুল ইসলাম(২৫) ও একই গ্রামের ফজলুল হকের ছেলে শরিফুল ইসলাম(৪০)।এ সময় তাদের তল্লাশি করে ১২০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

রোববার ১৯ সেপ্টেম্বর sirajgonj district police নামের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ ডিবি পুলিশ। এ সময় তাদের ফেসবুক পেজে জানানো হয় রোববার রাত পৌনে ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকার হাজী ইমাম আলী মার্কেটের সামনে মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় নিষিদ্ধ ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল।

এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিট সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর