মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

সিলেট সুরইঘাট সীমান্তে পরিত্যক্ত গুলি ও পাইপগান উদ্ধার।

রিপোটারের / ৩০৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

মিজানুর রহমান,কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট সীমান্ত এলাকা থেকে পরিতাক্ত্য অবস্থায় বর্ডারগার্ড বিজিবি’র সদস্যরা ৫ রাউন্ড গুলিসহ ভারতীয় একনালা পাইপ গান বন্দুক উদ্ধার করা হয়েছে।

সুরইঘাট বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায় গত সোমবার রাত সাড়ে ৯ টার সময় সীমান্তের ১৩০৯নং মেইন পিলারের পাশে ক্যাম্প কামান্ডার সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছিলেন।

এ সময় সীমান্তের গঙ্গার জোম নামক স্থান থেকে পরিতাক্ত্য অবস্থায় ৫ রাউন্ড গুলি সহ ভারতের তৈরি এক নালা পাইপ গান বন্দুকটি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। গত কাল মঙ্গলবার ২১সেপ্টেম্বর জিডি মূলে পাইপ গানটি কানাইঘাট থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।

সুরইঘাট বিজিবি ক্যাম্পের এক কর্মকর্তা বলেন,সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। গত ১ মাসে সুরইঘাট ক্যাম্পের অধিনস্থ সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় লক্ষ লক্ষ টাকা মূল্যের বাংলাদেশি মটরশুটি ও ভারত থেকে অবৈধ ভাবে আসা নাছির বিড়ি সহ বিপুল পরিমানের মাদক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি’র সদস্যরা। বর্তমানে সুরইঘাট সীমান্তবর্তী এলাকায় বিজিবির কড়া নজর থাকার কারণে সবধরনের চোরাচালান কর্মকান্ড একেবারে কমে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর