শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

ভূঞাপুরে গ্রামবাংলার ঐতিহ্য নৌকা বাইচ দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড়।

রিপোটারের / ৪৩৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

টাঙ্গাইল প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও দুইদিন ব্যাপী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরু হাটের পশ্চিম পাশে যমুনা নদীতে উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ছোট মনির এর উদ্যোগে নৌকা বাইচের আয়োজন করা হয়। প্রথম দিনের নৌকা বাইচ প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে মোট ২২ টি নৌকা অংশগ্রহণ করে।

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে গোবিন্দাসী, কুকাদাইর ও খানুরবা‌ড়ি এলাকায়। দূর দূরান্ত থেকে শুরু করে আশপাশের সব এলাকা থেকে সব বয়সী হাজার হাজার মানুষ নৌকা বাইচ দেখতে আসেন। বিভিন্ন জেলা থেকে সুসজ্জিত নৌকা নিয়ে রং-বে রং-বে রংয়ের পোশাকে সেজে এতে অংশ নেন প্রতিযোগীরা । বাদ্যযন্ত্রের তালে তালে এবং বৈঠার ছপ ছপ শব্দ মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছিল এই নৌকা বাইচ এলাকাতে। ছোট-বড় হাজার হাজার নৌকা ভাড়া করে বন্ধু বান্ধব ও স্বজনদের নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নেন দর্শনার্থীরা। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। তবে দর্শনার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধির কোন বালাই ছিলো না।

নৌকা বাইচের অনুষ্ঠানটি গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে এর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ‌।
প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফ নুর মিনি, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওহাব মিয়া, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্ল্যা, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মুনিরুজ্জামান মনির, নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা করেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর