শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া স্কুলে বৃক্ষ রোপণ ও বিতরণের উদ্বোধন।

রিপোটারের / ২৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

আমাদের সিরাজগঞ্জ আমরাই রাখবো নিরাপদ সবুজ সিরাজগঞ্জ গড়ার লক্ষে,অটুট আমাদের পথ চলা। বাংলার আবহওয়া,বাংলার মাটি গাছ লাগিয়ে করবো ঘাটি এই স্লোগান কে সামনে রেখে ম্যাসব্যাপি বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় সিরাজগঞ্জ শহরের বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া রোডস্থ ভিক্টোরিয়া হাইস্কুলে ক্লিন সিরাজগঞ্জ গ্রীন, সিরাজগঞ্জ উদ্যোগে ম্যাসব্যাপি বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠানে মোঃ আশিক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ,ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃসাজেদুল ইসলাম,সহকারী শিক্ষক মির্জা গোলাম মোস্তফা,সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত রহমান হীরক প্রমূখ।

ম্যাসব্যাপি বৃক্ষ রোপণ কর্মসূচির ও বিতরণ অনুষ্ঠানে দ্বিতীয় দিনে ভিক্টোরিয়া হাইস্কুলে তিন’শ ছাত্র-ছাত্রীদের মাঝে গাছ বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ক্লিন সিরাজগঞ্জ ও গ্রীন সিরাজগঞ্জ কে ধন্যবাদ জানাই তারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাসব্যাপী ৫ হাজার গাছ বিতরণের উদ্যোগ নিয়েছে। গাছ লাগান পরিবেশ বাঁচান এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বনজ ফলজ ও ঔষধি গাছ আমরা বেশি বেশি করে লাগাবো।

বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের সবজি, ফল ফলন্ত গাছ লাগানোর জন্য তিনি সকলে প্রতি অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর