শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় ৭৫ পাউন্ড ওজনের কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৫তম জম্মদিন পালন।

রিপোটারের / ২৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

উল্লাপাড়া থেকে সাহেব আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায়  নানা কর্মসূচির মধ্যদিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে ৭৫ পাউন্ড কেক কর্তন করে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করেন।

কর্মসূচির মধ্য ছিলো; আনন্দ মিছিল, দোয়া ও মিলাদ মাহফিল, বৃক্ষরোপন, আলোচনা সভা ও কেক কর্তনসহ নানা কর্মসুচির মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিন পালন করে। সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিন উপলক্ষে উল্লাপাড়া
উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিকেল ৪ টার সময় এইচটি ইমাম পৌর মুক্ত মঞ্চে ৭৫ পাউন্ড ওজনের বিশাল কেক কর্তন করে অনুষ্ঠানের আয়োজন করা হয়।এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মোঃ আব্দুল বাতেন হিরু,এ্যাড, আব্দুল ওয়াহাব,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, পৌর প্যানেল মেয়র এস এম আমিরুল ইসলাম আরজু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোবারক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মাহমুদ সরকার ও ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম শক্তি প্রমুখ। আলোচনা সভা ও কেক কর্তন শেষ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর