রবিবার, ১১ মে ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক।

রিপোটারের / ১৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

রবিউল ইসলাম,গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার ১২.৫ মিনিটের সময় র‍্যাপিড এ্যাশন ব্যাটিলিয়ান র‍্যাব-৫’র মাদক বিরোধী অভিযানে মুরশালিন(৪০)নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে।সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বড়গাছী গ্রামের শাহজাহান আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার জামাদান্নী (পাঁচগাছি) গ্রামের মইদুল ইসলামের বসত বাড়ীর দক্ষিণ পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ১২.০৫ মিনিটের সময় ঘটনাস্থলে পৌছামাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ০১টি মোটর সাইকেল রেখে পালানোর চেষ্টা করে। এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই তাহাকে মোটর সাইকেলসহ আটক করা হয়।

এ সময় তাকে তল্লাশি করে ৪০ লাখ টাকা মূল্যের ৪’শ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামতসহ গোদাগারী মডেল থানায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর