শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে কেক কর্তনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন-এমপি নয়ন।

রিপোটারের / ২৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে কেক কেটে ও আতসবাজি ফুটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন করা হয়েছে৷

সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের চক বাজার এলাকায় এ আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন,আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটওয়ারী,রাসেল মাহমুদ মান্না,সাবেক ছাত্রলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল,রাকিব হোসেন লোটাস,জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ,সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান,ছাত্রলীগ নেতা ইবনে জিসাদ আল নাহিয়ানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

এ সময় বক্তারা বলেন,শেখ হাসিনা জনগণের আস্থার প্রতিক৷দেশের ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধুর মতো তিনিও জনগণের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। তার হাত ধরেই অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর