বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

রায়পু‌রে ফা‌র্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অ‌ভিজানে অর্থদন্ড

রিপোটারের / ২১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

রায়পু‌রে ফা‌র্মেসী‌তে ভ্রাম্যমান আদাল‌তের অ‌ভিজানে অর্থদন্ড

সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রায়পু‌রে বি‌ভিন্ন ফা‌র্মেসী‌তে ভ্রাম্যমান আদাল‌তের অ‌ভিজান পরিচালনা করে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে । বৃহস্প‌তিবার সকাল সাড়ে ১১ টার সময় রায়পুর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের সামনে এবং সোনাপুর ইউ‌নিয়‌নের বাসাবাড়ি বাজা‌রের বি‌ভিন্ন ফা‌র্মেসী‌তে ভ্রাম্যমান আদালত প‌রিচা‌লিত হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রায়পুর

উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আখতার জাহান সাথী।

এই সময় ড্রাগ লাইসেন্স নবায়ন না করায় এবং লাইসেন্সের শর্ত ভঙ্গ করার জন্য ড্রাগ এ্যাক্ট-১৯৪০ এর ১৮(সি)ধারা লংঘনের দায়ে ৪টি ফার্মেসিকে উক্ত আইনের ২৭ ধারায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।প্রসিকিউসনে ছিলেন জেলার ঔষধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালী। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর