শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

শ্রমিকদের সাথে ইউপি সদস্য প্রার্থী আলমগীর হোসেনের নির্বাচনী মতবিনিময়।

রিপোটারের / ১৮৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

গোলাম রব্বানী শিপন, বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান লেবার শ্রমিকদের সাথে ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী আলমগীর হোসেন লালুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় মহাস্থানহাট লেবার অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লেবার সংগঠনের সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়নগর ৮নং ওয়ার্ডের ইউনিয়ন সদস্য পদপ্রার্থী আলমগীর হোসেন লালু।

এসময় তিনি বলেন,যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করুন। ৮নং ওয়ার্ডে প্রার্থীর ভাল মন্দ বিবেচনা আপনারাই ভাল জানেন। তাই আসন্ন রায়নগর ৮নং ওয়ার্ডে আমি আবারও নির্বাচন করতে যাচ্ছি। এর আগেও এক বার নির্বাচিত হয়েছিলাম।

গত বার নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি। অতিতের ভুলত্রুটি শুধরে এই ৮নং ওয়ার্ড যেন একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পারি। এজন্য তিনি সবার কাছে ভোট চেয়ে নির্বাচনের প্রথম দিবস হিসেবে প্রচার ও গণসংযোগ শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন, মহাস্থান হাট লেবার শ্রমিক সংগঠনের সকল সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর