সোমবার, ১২ মে ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

ভূঞাপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালন।

রিপোটারের / ১৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১

কোরবান আলী তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) সকাল ১০টায় পিএফজি ও সুজনের উদ্যোগে ভূঞাপুর-তারাকান্দি মহাসড়কের দারোগ আলী সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি পদযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভূঞাপুর শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহী উদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাবু, সুজনের সম্পাদক ও শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, সাবেক ছাত্রলীগ নেতা ফারিদুজ্জামান রাসেল, হালিমুর রিপন, জুরান আলী, মুনিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর