ফজল উদ্দিন,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে এনাম হত্যা মামলার প্রধান আসামি দবির আলম (৪২) ও আসমা আক্তার লাভলী (৩০) কে ঢাকা নারায়নগঞ্জের কাঁচপুর এলাকা থেকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী সায়েম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিনের দিকনির্দেশনায় উপ পরিদর্শক আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে উপ-পরিদর্শক আসাদুজ্জামান রাসেলের সহযোগিতায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার সার্বিক সহযোগিতায় শনিবার ২ সেপ্টেম্বর সন্ধা ৭ টার সময় রাজধানীর নারায়নগঞ্জের কাঁচপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য,নোয়ারাই এলাকায় পুর্ব বিরোধের জেরে তুমূল সংঘর্ষে গুরুতর আহত হন এনাম পরে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুন নিহত হন। পরে নিহতের ছোট ভাই জুবায়ের আহমদ বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান দীর্ঘ তিন মাস পলাতক থাকা অবস্থায় মামলার প্রধান আসামি দবির আলম ও তার স্ত্রী লাভলীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।