রবিবার, ০৪ মে ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

ছাতকে এসিল্যান্ড অফিসে চুরি,সারা উপ‌জেলা আলোচনা সমালোচনা ঝড়।

রিপোটারের / ২৪২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

ফজল উদ্দিন,ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধিঃ সুনামগঞ্জের ছাতকে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে দুঃসাহসিক চুরি,তালা ভে‌ঙ্গে ৪ হাজার টাকা লুটপাট,অফিসের গুরুত্বপূর্ণফাইলপত্র,ল্যাপটপ থেকে থাকা গোপন ফাই‌লের তথ‌্য চু‌রি হ‌য়ে‌ছে। সরকারী গুরুত্বপূর্ন এই কার্য্যালয়ে চুরির ঘটনায় উপজেলা জুড়েই ব্যাপক আলোচনা-সমালোচনা ঝড় বইছে।মঙ্গলবার রাতেই চুরির এ ঘটনা ঘটে।

জানাযায়, সোমবার রাতে এসিল্যান্ড কার্য্যালয় ও ছাতক সদর ভুমি অফিসের পেছনের জালানার গ্রিল কেটে সংঘবদ্ধ চোরের দল ভেতরে ঢুকে অফিসের গুরুত্বপূর্ণ ফাইলপত্র, ল্যাপটপ ইত্যাদি তছনছ করে অফিস কক্ষের মা‌ঝে ফেলে যায় চোর চত্রুরা।রহস্যজনক এ চুরির ঘটনায় ভুমি মালিকগনের অপুরনীয় ক্ষতির আশংকা রয়েছে বলে অ‌ভি‌যোগ ক‌রেন সেবা নিতে আসা লোকজন।

মঙ্গলবার ৫ অক্টোবর সকালে ষ্টাফগন অফিসে হাজির হলে বিষয়টি সবার নজরে আসে। এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এব‌্যাপা‌রে ইউনিয়ন (ছাতক সদর) ভূমি কর্মকর্তা রমেন্দ্র নারায়ন দাস জানান,চোর জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে আলমারি, সিন্দুকের তালা ভেঙ্গে চুরির চেষ্টা করে তবে ‌সিন্দুকের ভিতরে আরেকটা তালা থাকার কারণে সিন্দুক থেকে টাকা নিতে পারেনি।

এব‌্যাপা‌রে ওসি নাজিম উদ্দিন জানান,এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এব‌্যাপা‌রে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন জানান, তার অফিসে চোর ঢুকার এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, চোরেরা বিভিন্ন কক্ষে ঢুকে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ,অফিস সহকারী সত্যেন্দ লাল দাসের কক্ষের ড্রয়ারে ভে‌ঙ্গে ৪ হাজার টাকা নেন।

তার অফিসের নৈশপ্রহরী চন্দন বিশ্বাস রাত ৩টার দিকে অসুস্থ বাচ্চাকে দেখতে অফিসে পা‌শের বাসায় যাওযার পর চুরির ঘটনা ঘটে। তবে অফিসের সিসিটিভি ফুটেজে গামছা দিয়ে মুখবাধাঁ দু-ব্যক্তির তথ্য আছে তার কা‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর