মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

কামারখন্দে পাঁচ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার-১।

রিপোটারের / ২৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের কামারখন্দে পাঁচ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হয়েছে।পুলিশ অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে।

জানা যায় মঙ্গলবার ৫ অক্টোবর দুপুরে উপজেলার লাহিড়ী বাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে।রফিকুল ইসলাম একই গ্রামের বাসিন্দা।

বিবাদি মামলায় উল্লেখ করেন অভিযুক্ত রফিকুল ইসলাম ও ওই প্রতিবন্ধী শিশুটি প্রতিবেশী ও দুঃসম্পর্কের আত্মীয়। সেই সুবাদে শিশুটি আখ দেওয়ার কথা বলে আখের জমিতে ধর্ষণের চেষ্টা করে।এ সময় শিশুর চিৎকারে রফিকুল ইসলাম পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

এ ঘটনা নিশ্চিত করে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবউল্লাহ জানান ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রতিবন্ধী শিশুর মা বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ চেষ্টার বিষয়টি স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর