বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

বগুড়ার মাটিডালী বন্দরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১।

রিপোটারের / ১৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

গোলাম রব্বানী শিপন,বগুড়াঃ বগুড়ার শহরতলীর মাটিডালী বন্দরে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মিল্লাত খন্দকার (৩৩), সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের মৃত লাবলু খন্দকারের পুত্র।

বুধবার ৬অক্টোবর ডিবির সদর দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম) সেবা এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে, ডিবি, বগুড়াথর ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে বুধবার ৬ অক্টোবর সকাল ৯টায় বগুড়া জেলার শহরতলীর মাটিডালী বন্দরে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের পূর্ব পাশের্ব তালহা এন্টার প্রাইজ নামক মোটর গাড়ীর পার্সের দোকানের সামনে থেকে ৩ কেজি ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদকে সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ী মিল্লাত খন্দকারকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখ্য গ্রফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানাসহ বিভিন্ন থানায় পূর্বের ৩টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর