রবিবার, ০৪ মে ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ এনজিও কর্মী নিহত।

রিপোটারের / ১৮০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ এনজিও কর্মী মারা গেছে। বৃহস্পতিবার ৭ অক্টোবর সকাল ১১ টার দিকে উপজেলার জগন্নাথপুরে ২৯ মাইল নামকস্থানে বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর বীরগঞ্জের নখাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে শাহাদৎ হোসেন(৩০)ও সনজিত রায়(৩১)। নিহত ওই দুই মোটরসাইকেল আরোহী ঠাকুরগাঁও পল্লী সেবা কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে চাকুরী করতেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ওসি তানভিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস এর উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন।তিনি আরো জানান বৃহস্পতিবার বেলা ১১ টার সময় মোটরসাইকেল আরোহীরা বীরগঞ্জের দিকে যাচ্ছে বিপরিত দিক থেকে ঢাকা থেকে ঠাকুরগাঁও গামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী হিনো কোচ উল্লেখিত স্থানে আসা মাত্র কোচ মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেলসহ আরোহীরা রাস্তার পাশে ছিটকে পরে গিয়ে তাদের মৃত্যু হয়।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর