শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

২’শ টাকা চুড়ির অপরাধে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে গাছে বেধে নির্যাতন।

রিপোটারের / ২১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে দোকানের ক্যাশ বাক্স থেকে দুই’শ টাকা চুরি করার অপরাধে আনিকা আক্তার(৯)নামের তৃতীয় শ্রেণির ছাত্রীকে গাছের সাথে বেধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। অমানবিক নির্যাতনের ভিডিও দ্রুততম সমযের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তা ভাইরাল হয়। ঘটনার দিনই অভিযুক্ত বেলী বেগমকে আটক করেছে ক্ষেতলাল থানা পুলিশ।

শবিবার ৯ অক্টোবর বিকেলে ক্ষেতলালের ধনতলা চৌমহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। আটককৃত বেলী বেগম ধনতলা গ্রামের আবু বকর সিদ্দিকীর স্ত্রী।নির্যাতনের শিকার আনিকা আক্তার একই গ্রামের আনিসুর রহমানের মেয়ে ও সমান্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

জানা যায় ক্ষেতলালের চৌমহনীর ধনতলা বাজারে চা বিক্রেতা বেলী বেগম চা বিক্রি করছেন। এমন সময় ক্যাশ বাক্স থেকে ২’শ টাকা ক্যাশ থেকে সরিয়িছে এমন অপবাদ দিয়ে বাজারে সজিনা গাছের সাথে রশি দিয়ে বেধে মারধর করেন। পিটুনির কষ্টে চিৎকার করে টাকা চুরির বিষয়টি অস্বীকার করে কাঁদতে থাকে। শিশুটির নির্যাতনের পুরো ঘটনা ভিডিও ধারন করে সোস্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করলে মহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তা ভাইরাল হয়। পরে ঘটনাটি পুলিশের দৃষ্টি গোচর হলে পরেক্ষণই আইনগত ব্যবস্থা গ্রহন করেন।

এ ঘটনা ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নীরেন্দ্রনাথ মন্ডল নিশ্চিত করে গণমাধ্যমকে জানান বিষয়টি পুলিশের দৃষ্টিতে আসা মাত্র ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং অভিযুক্তকে আটক করে আইনের আওতায় আনা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর