শনিবার, ০৩ মে ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

উল্লাপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার

রিপোটারের / ৪৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

উল্লাপাড়া(সিরাজগজ্ঞ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মজনু মোল্লা নামের এক বৃদ্ধকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া মডেল থানায় ৬ বছরের শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগ এনে মামলা দায়ের করেছে শিশুটির মা । ঘটনাটি ঘটেছে উপজেলার মোহনপুর ইউনিয়নের চরবর্ধনগাছা গ্রামে।

থানার মামলা সূত্রে জানাযায়, গত ৪ সেপ্টেম্বর চরবর্ধনগাছা গ্রামের মৃত্যু করিম মোল্লার ছেল প্রতিবেশির ৬ বছরের এক শিশু কন্যাকে দোকানের সদাই কিনে দেবার কথা বলে নিজ বাড়িতে ঘরের মধ্যে নিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করছে এমন সময় শিশুটির মাতা খুজতে ওই বৃদ্ধর ঘরে ঢুকে পড়ে।

শিশুর মাতা কন্যাকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। ধর্ষণ চেষ্টাকারী বৃদ্ধ মজনু মোল্লা পালিয়ে যায়।

মঙ্গলবার ১২ সেপ্টেম্বর মামলা দায়ের হলে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক আব্দুস সালাম আসামি মজনুকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠিয়েদেন। শিশু কন্যাকে ধর্ষণের আলামত আছেকিনা জানার জন্য শিশুটিকে উদ্ধার করে পরিক্ষার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লাপড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান আইনী ব্যাবস্তার জন্য সকল প্রকৃয়া সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর